Road Transport and Highways Division, Government of the People's Republic of Bangladesh
Home
.: গণপরিবহনে সমন্বিত টিকেটিং ব্যবস্থা এবং ক্লিয়ারিং হাউস ব্যবস্থাপনা আইন-২০২৪ (খসড়া) সম্পর্কে আপনার মূল্যবান মতামত দিন। :.


গণপরিবহনে সমন্বিত টিকেটিং ব্যবস্থা এবং ক্লিয়ারিং হাউস ব্যবস্থাপনা আইন-২০২৪ (খসড়া) সম্পর্কে আপনার মূল্যবান মতামত দিন।

গণপরিবহনে সমন্বিত টিকেটিং ব্যবস্থা এবং ক্লিয়ারিং হাউস ব্যবস্থাপনা আইন-২০২৪ (খসড়া) প্রকাশ করা হল। এই খসড়া সম্পর্কে আপনার সুচিন্তিত মতামত/পরামর্শ প্রদানের জন্য অনুরোধ করা যা্ইতেছে। উল্লেখিত সময়ের মধ্যে এ বিষয়ে কোন মতামত বা পরামর্শ পাওয়া গেলে উহা বিবেচনায় নিয়ে খতিয়ে দেখা হবে।।
সময় বাকি আছে :

মতামত প্রদানের শেষ তারিখ : May 15, 2024, 11:59 pm

মতামত প্রিন্ট করতে ক্লিক করুন
মোঃ মাইদুল ইসলাম।
14 May 2024

১। এই আইনের কোথাও ডিটিসিএ এর সংজ্ঞা নেই, তবে কাজ অনেক তাই এর সংজ্ঞা থাকা বাঞ্ছনীয়,
২। মোবাইল কোর্ট ব্যবস্থাপনার বিধান রাখা প্রয়োজন,
৩। অভিযোগ ব্যবস্থাপনা সিস্টেম (Complain Handling System) এর ব্যবস্থা ও বিধান রাখা শ্রেয়,
৪। পর্যাপ্ত গ্রাহক সেবা কেন্দ্র স্থাপন করার বা রাখার ব্যবস্থা থাকা প্রয়োজন,
৫। PTO দের দায় ও গ্রাহকের ক্ষতিপুরণ প্রাপ্তির ব্যবস্থা রাখা প্রয়োজন,
৬। সেবার মান উন্নয়নের জন্য রেগুলেটরী স্যান্ডবক্স গঠন করার বিধান রাখা।
৭। গণশুনানীর ব্যবস্থা করা হবে মর্মে বিধান রাখা। ইত্যাদি।